রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় নতুন পৌর ভবনের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি থেকে ভবনটির উদ্বোধন করেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
গতকাল শনিবার বেলা ১১ টার সময় পৌরসভার সূর্য্যপাড়া এলাকায় ৪ কোটি টাকার অধিক ব্যয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও ভবানীগঞ্জ পৌরসভার অর্থায়নে আধুনিক এই পৌরভবনটি নির্মাণ করা হচ্ছে। ভিত্তিপ্রস্তরের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহমুদুল হাসান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার প্রকৌশলী লিটন মিঞা, উপজেলা আ’লীগের সিনিয়ন সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাস্টার সহ পৌর কাউন্সিলর বৃন্দ। কাজটির ঠিকাদারী প্রতিষ্ঠান রাজশাহীর মেসার্স হোসেন এন্টারপ্রাইজ। পরে প্রধান অতিথি পৌরসভায় সরকারী গোরস্থানের উদ্বোধনসহ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।