শিমুল, প্রতিনিধি দিনাজপুর :
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার দূর্নীতি পরায়ন ও ঠকবাজ দলিল লেখকদের লাইসেন্স বাতিল, গ্রেফতার ও কঠোর শাস্তির দাবীতে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগষ্ট শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার রাঙ্গামাটি গ্রামের মো: লিয়াকত আলীর আয়োজনে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: লিয়াকত আলী বলেন,ফুলবাড়ি উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়নের আলাদিপুর মৌজার বিভিন্ন দাগের প্রায় ৩ একর সম্পত্তির অবৈধ/ভুয়া দলিল, ভুয়া খাজনার চেক তৈরী করে দাতা হিসেবে যোগীবাড়ি গ্রামের জয়নাল আবেদীন ও মাতা মাহামুদা চৌধুরানীল পুত্র আলহাজ্ব কুদরত ই খুদাকে ভুয়া মালিক সাজিয়ে অনত্র্য কবলা রেজিষ্ট্রি দিতে গিয়ে ফুলবাড়ি সাব-রেজিষ্টারের কাছে ধরা পড়েছে ফুলবাড়ি উপজেলার দলিল লেখক মো: রবিউল ইসলাম চৌ: সনদ নং ১৫৪,শ্রী বিজন চন্দ্র রায় সনদ নং ২১৫ ও পার্বতীপুর উপজেলার দলিল লেখক মো: মো: জাকির হোসেন।
এব্যাপারে ফুলবাড়ি রেজিষ্টার অফিসে ২৩/০৭/২০ মো: নজিবর রহমান গং কর্তক দায়ের কৃত অভিযোগের প্রেক্ষিতে ফুলবাড়ি সাব-রেজিষ্টার একটি নোটিশ জারি করেন। এতে গত ৯/৮/২০ তারিখ সকাল ১০টায় অত্র কার্য্যালয়ে উল্লেখিত অবিযুক্তদের কাগজপত্রসহ হাজির হতে বললেও তারা কেউ হাজির হয়নি। ফলে তারা অফিসিয়াল তদন্তে দোসী সাব্যস্ত হয়েছে, যার রির্পোট উক্ত রেজিষ্ট্রি অফিসে জমা আছে। ইতিপূবেও উল্লেখিত ব্যক্তিরা পরস্পর যোগসাজোশে বিপুল অর্থের বিনিময়ে ভুয়া দলিল বানিয়ে জমি রেষ্ট্রি দেয়ার নামে সাধারন অনেক মানুষের সাথে প্রতারণা করেছে।
অর্থলোভি দূনীর্তি পরায়ন ওই ব্যক্তিদের লাইসেন্স বাতিলসহ কঠোর শাস্তির দাবী করেন সংবাদ সম্মেলন আয়োজনকারীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,আলহাজ্জ নিয়াজ উদ্দীন,মো: নজিবর রহমান,মো: মাজেদুর রহমান,মো: আব্দুস সালাম,মো: আফসার আলী ও বুধা চন্দ্র রায়।