ঈশ্বরদীতে তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি এবং অন্যান্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।
ঈশ্বরদী রেলের উপ-সহকারী প্রকৌশলী আবু তৌহিদ সুমন জানান, তেলবাহী ট্রেনটি খুলনা হতে ঈশ্বরদী হয়ে আমনুরা স্টেশনের দিকে যাচ্ছিল। ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশন অতিক্রম করার সময় ১১ নম্বর ইয়ার্ড রেললাইনে পাঁচটি বগি বিকট শব্দে উল্টে পড়ে।
পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিন জানান, এই যাত্রীবাহী ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি। সারাদেশের সথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আবদুর রহিম বলেন, তেলবাহী ট্রেনের এসব বগি উদ্ধার করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে।
বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শহিদুল ইসলাম এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন।