অধিবেশন শুরুর ২ দিন আগে পাঞ্জাবের ২৩ এমপি করোনায় আক্রান্ত!

ভারতের পাঞ্জাবে সংসদ অধিবেশন শুরুর আর মাত্র দুই দিন বাকী। এর মধ্যে এ পর্যন্ত রাজ্যের ২৩ জন এমপি ও মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।

তিনি বলেন, আজ পর্যন্ত পাঞ্জাবের অন্তত ২৩ জন এমপি ও মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যখন সংসদ অধিবেশন শুরু হতে আর মাত্র দুই বাকী রয়েছে।

এ বিষয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, এটি যদি বিধায়ক এবং মন্ত্রীদের অবস্থা হয় তবে কেউ ধারণা করতে পারবেন যে পরিস্থিতি কতটা গুরুতর।

এসময় ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কোর্সের পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়ায় ভারতের কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন তিনি।