বগুড়ার মাঠে মুশফিকের অনবদ্য অনুশীলন, প্রাণবন্ত চান্দু স্টেডিয়াম

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার মাঠে জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহীম ক্লান্তিহীন অনুশীলন করলেন। মঙ্গলবার পৌনে ১২ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত তিনি বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে কঠোর অনুশীলন করেন। পেস বল, স্পিন বলের বিপরীতে সাবলিল ব্যাট চালিয়ে নিজেকে ঝালিয়ে নিলেন। ব্যাটিং করতে গিয়ে ভাদ্রের তালপাকা গরমের মধ্যেও নেটে ঘাম ঝড়ালেন ক্রিকেটার মুশফিকুর রহীম। বগুড়ার স্টেডিয়ামে ওয়ার্মআপ করে নেটে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। নেটে অনুশীলন করে বাড়ি ফিরে যান জাতীয় ক্রিকেট দলের এই নির্ভরযোগ্য উইকেট কিপার ও ব্যাটসম্যান। বগুড়া শহীদ চাঁন্দু সেটিডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, মঙ্গলবার পৌন ১২টায় মাঠে নামেন। দুপুর প্রায় দেড়টা পর্যন্ত অনুশীলন করেন। বিসিবির নিয়ম অনুযায়ী বগুড়ার এই স্টেডিয়ামে ৪দিন অনুশীলন করবেন জাতীয় ক্রিকেট দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। আসন্ন শ্রীলংকা সফরকে সামনে রেখে বগুড়ার মাঠে নিয়মিত অনুশীলন করছেন যুব বিশ্বকাপ বিজয়ী দলের দুই সদস্য বর্তমানে হাই পারফরমেন্স স্কোয়াডের সদস্য তওহিদ হৃদয় ও তানজিদ হাসান তামিম। তাছাড়া প্রতিদিন স্টেডিয়ামে অনুশীলন করতে আসছেন জাতীয় প্রমিলা ক্রিকেট দলের সদস্য খাদিজাতুল কোবরা, রিতু মণি ও শারমিন। জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলনের জন্য শহীদ চাঁন্দু স্টেডিয়াম এবং ইনডোর সবসময় প্রস্তুত রয়েছে। দেশের মি: ডিপেনডেবল হিসেবে খ্যাত মুশফিকুরের নেটে বল হাতে নেটে হাত ঘুরিয়েছেন হাইপারফরমেন্স স্কোয়াডের (এইচপি) বাঁহাতি পেসার সফিকুল ইসলাম, বিকেএসপি’র মিডিয়াম পেসার তানভীর আলম, বগুড়া জেলা দলের পেসার আবির, ডানহাতি লেগ স্পিনার আহাদ আলী, বাঁহাতি স্পিনার আরাফাত এবং লেগ স্পিনার নওশাদ। অনুশীলন শেষে গাড়ীতে করে নিজের বাড়ি বগুড়া শহরের মাটিডালিতে ফিরে যান।