সাঁথিয়া প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া দিয়ারপাড়া গ্রামে আগুনে পুড়ে বসতবাড়ী ছাই হয়ে গেছে। নগদ টাকাসহ প্রায় দশলাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি সোমবার দুপুরে দিয়ারপাড়া গ্রামের মৃত ফেলু ব্যপারীর ছেলে আরশেদ আলীর বসত ঘর।
স্থানীয়রা জানান সোমবার দুপুর একটার দিকে হাটবাড়িয়া দিয়ারপাড়া গ্রামের আরশেদ আলীর ঘরে আগুন লেগে লেলিহান শিখা দেখা যায়। বাড়ীর লোকজনের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে আরশেদের বসত ঘর পুরে ছাই হয়ে যায়। আরশেদ জানান বৈদুতিক কারনে তার ঘরে আগুন লেগেছে। এতে তার ঘরে থাকা নগদ দুই লাখ ত্রিশ হাজার টাকা ও ঘরের আসবাবপত্রসহ প্রায় ূশলাখ টাকার ক্ষতি হয়েছে।
