সাঁথিয়ায় ঘর উঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ছাত্রসহ আহত ৩

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ছোন্দহ গ্রামে ঘর উঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৩ জন আহত হয়েছে। আহতদের সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৯টার দিকে। উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার নন্দনপুর ইউনিয়নের ছোন্দহ গ্রামের আঃ খালেকের ছেলে রিপন হোসেন ক্রয়কৃত জমিতে শুক্রবার সকালে ঘর উত্তোলন করতে গেলে প্রতিপক্ষ নজরুল ইসলাম বাধা প্রদান করেন। এতে উভয় পক্ষের সংঘর্ষে তিন জন আহত হয়েছে। আহতরা হলেন ছোন্দহ গ্রামের খালেকের ছেলে রিপন হোসেন, অপর পক্ষের নজরুল ইসলামের ছেলে ও পাবনা ইসলামিয়া কলেজের ছাত্র ফাহিম আল হাসিব, নজরুলের স্ত্রী ফিরোজা খাতুন। আহতেদের সাঁথিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রিপন হোসেন জানান, তিনি ছোন্দহ মৌজার আর এস ৯২০ খতিয়ানের ১০৮৬ দাগের ৪ শতাংশের কাতে ৩ শতাংশ জমি মোছাঃ হালিমা খাতুন, রেহানা খাতুন, রিক্তা খাতুন ও বুলবুলি খাতুনের নিকট থেকে ক্রয় করেন। ক্রয় করে তিনি নিজ নামে খারিজ করে
স্বত্ববান হয়েছেন। সেই জমিতে ঘর উত্তোলন করতে গেলে একই গ্রামের নজরুল ইসলাম ও তার ছেলেরা বাধা প্রদান করেন।
নজরুল ইসলামের ছেলে ফাহিম আল হাসিব বলেন খালেক, রিপন, বাবু আমাদের বাড়ীতে গিয়ে মারপিট করে।