সাঁথিয়া প্রতিনিধিঃ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেছেন, ২১আগষ্ট গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামীলীগের নেতৃত্ব ধ্বংস করতে চেয়েছিল বিএনপি-জামায়াত। আওয়ামীলেিগর নেতৃত্ব ধ্বংস হলেই মুক্তিযোদ্ধার চেতনায় ধবংস করতে সহজ হতো তখনকার জোট সরকারের। তিনি আরো বলেন, তারেক জিয়া-খালেদা জিয়ার নিদের্শে এই গ্রেনেড হামলা করা হয়। সাড়া দেশে এক সাথে ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা করে জনগণের কন্ঠ রোধ করতে চেয়েছিল। নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ২১ আগষ্টের মত আর যেন গ্রেনেড হামলা চালাতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। সরকারের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, উল্লাপাড়া থেকে কাশিনাথপুর রেল লাইন সংযোগ দ্রুত সময়ের মধ্যে হবে বলে। গতকাল শুক্রবার পাবনার সাঁথিয়া উপজেলা যুবলীগে আয়োজিত ২০০৪ সালের জোট সরকারের সন্ত্রাসী কর্র্তৃক গ্রেনেড হামলার প্রতিবাদে সমাবেশ ও ঘটনায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মিলাদ ও বৃক্ষরোপন কর্মসূচীসহ দুঃস্থ্যদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন। সাঁথিয়া অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিলের পরিচালনায় আরো বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাসান আলী খান, আলহাজ্ব রবিউল করিম হিরু প্রমুখ। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আতিকুর রহমান জিয়া। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি যুবলীগকর্মীদের হাতে বৃক্ষের চারা তুলে দেন।