কলমাকান্দায় শিক্ষকদের সম্মিলিত গ্রেডেশনের তালিকা প্রণয়নের দাবীতে মানববন্ধন

৫০% কার্যকর চাকুরীকাল গণনা করে বিধিমোতাবেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত গ্রেডেশনের তালিকা প্রণয়নের সাত দফা দাবীতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে সদ্য জাতীয়করণকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যানারে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে দাবী করা হয়, সরকারী নির্দেশ উপেক্ষা করে গ্রেডেশনের তালিকা প্রণয়ন করা হচ্ছে। অবিলম্বে এই গ্রেডেশনের তালিকা সঠিক ভাবে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক মো. জুবেদ আলী, মো. আলীম উদ্দিন, রৌশনারা পারভিন, মোখলেছুর রহমানসহ শিক্ষক নেতৃবৃন্দ। এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশ নেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।