জনবান্ধব পুলিশিং কার্যক্রমে সারাদেশে রোলমডেল হবে বগুড়া – এডি. এসপি হায়দার

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বলেছেন, বাংলাদেশ পুলিশের কর্ণধার আইজিপি’র নির্দেশনায় বিট পুলিশিং এর মাধ্যমে মানুষের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌঁছে দিয়ে জনবান্ধব বগুড়া জেলা পুলিশ সারাদেশে রোলমডেল হবে যার লক্ষ্যে তারা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাচ্ছেন।
বগুড়া শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলার কিচক ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা ও ইউনিয়নে বিট কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। সভায় এডি. এসপি হায়দার আলী আরো বলেন, মাদক, সন্ত্রাস ও সকল ধরণের অপরাধ দমনের পাশাপাশি সামাজিক অপরাধ এবং সমাজে সৃষ্ট অবক্ষয় রোধেও পুলিশের সদস্যরা কাজ করে যাবে আর এক্ষেত্রে সবচেয়ে বেশী গুরুত্ব দেওয়া হবে বাল্যবিবাহের মতো অপরাধ দমনের ক্ষেত্রে। কিচক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান তার বক্তব্যে মাদকের সাথে যুক্ত সকলকে কঠোর হুশিয়ারী দেন। তিনি বলেন হয় মাদক ছাড়তে হবে, নইলে শিবগঞ্জ ছাড়তে হবে। উপজেলার জনসাধারণকে সাথে নিয়েই অপরাধমুক্ত শিবগঞ্জ গড়তে তিনি সকলকে শুধু পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহŸান জানান। এছাড়াও সভায় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) সানোয়ার হোসেন, ওসি (অপারেশন) হরিদাস মন্ডল, শিবগঞ্জ থানা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কিচক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, কিচক দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ। স্বাস্থ্যবিধি মেনে উক্ত মতবিনিময় সভায় প্রায় ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সভা পরবর্তী যাদের প্রত্যেক কে পরবর্তীতে ব্যবহারের জন্যে শিবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে মাস্কও বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, শিবগঞ্জ থানা পুলিশের ১৫টি বিট কার্যালয়ের মাঝে ইতিমধ্যেই ওসি বদিউজ্জমানের নেতৃত্বে উপজেলার জনসাধারণ কে সাথে নিয়ে এখন পর্যন্ত ১২টি বিট কার্যালয় উদ্বোধন করা হয়েছে।