বিশ্ব ব্যাপী প্রাণঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশেও এর ভয়াবহতা অস্বীকার করার উপায় নেই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হঠাৎ করেই চোখের পানি ঝড়িয়ে কাছের প্রিয়জন হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। কাঁদছে পরিবার, সমাজ তথা দেশ। মানুষের জীবন যাত্রায় ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। জীবিকার তাগিদে মানুষকে বাইরে যেতে হবে, তার কোন বিকল্প নেই। উৎপাদন কার্যক্রম চলমান রাখতে হবে, অন্যথায় খাদ্য সমাস্যার সৃষ্টি হবে। তবে বড় কথা হলো সচেতন হয়ে স্বাস্থ্য বিধি মেনে সকল কার্যক্রম চালানো উচিৎ।
পাবনা জেলায় এ পর্যন্ত মোট করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯১৬জনে। জেলায় সকল উপজেলা ভিক্তিক করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা হলো পাবনা সদর উপজেলায় ৪১৩ জন, ঈশ্বরদী উপজেলায় ১৭৪ জন, সুজানগর উপজেলায় ১০৫ জন, সাঁথিয়া উপজেলায় ৭৬ জন, আটঘরিয়ায় উপজেলায় ৪৫ জন, চাটমোহর উপজেলায় ৩৩, ভাগুড়ায় উপজেলায় ৩০ জন, বেড়া উপজেলায় ২৭ জন এবং ফরিদপুর উপজেলায় ১৩ জন।