পাবনা পৌর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭ আগষ্ট ২০২০ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় পাবনা পৌর আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও ২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপী বিএনপি-জামায়াত সরকারের মদদে জঙ্গিদের এক যোগে বোমা হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে পাবনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল পাবনা পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহ্জাহান মামুনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে সভা শুরু হয়। সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সনের ১৫ আগষ্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা এবং পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিশ্বাস তুফানের অকাল মৃত্যুতে তাদের আতœার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, পাবনা-৫ আসনের মাননীয় সাংসদ, জননেতা গোলাম ফারুক প্রিন্স। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পাবনা জেলা পরিষদের চেয়াম্যান জননেতা রেজাউল রহিম লাল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম আজাদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. বেলায়েত আলী বিল্লু, প্রচার সম্পাদক আলহাজ্ব মো. কামিল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাওয়াল বিশ্বাস, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন। সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মো: সামসুর রহমান, আব্দুল মোমেন নান্নু, শ্রী বিশ্বজিৎ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ডেবিড, সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান শহীদ, মেহেদী হসান এপ্রিল, মহসিন রেজা খান মামুন, দপ্তর সম্পাদক আলহাজ্ব শরিফুল হক পলাশ, কার্যকরি সদস্য কামরুজ্জামান রকি, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তৌফিকুল আলম তৌফিক, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান সুইট, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সদাকি, জেলা যুব মহিলালীগের সভাপতি এ্যাড. আবেদা খানম শেফালী, সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা প্রমূখ। সভায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে সন্ত্রসা, দুর্নীতি, মাদক,জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকর আহবান জানানো হয়। সভার শেষে দোয়া মাহফিল এবং তাবারোক বিতরণ করা হয়।