বগুড়াতে করোনায় প্রাণ গেলো সাড়ে ৪ বছরের এক শিশুর

বগুড়ায় করোনা আক্রান্তে সাড়ে ৪ বছরের এক শিশু মারা গেছে। তার নাম মাহাদী। সে দক্ষিণ ঠনঠনিয়ার বাসিন্দা ছিল। তার বাবা আব্দুল ওহাব বগুড়ার নুনগোলা ডিগ্রী কলেজের প্রভাষক। সে রোববার দিবাগত রাত পৌণে দুইটার দিকে টিএমএসএস হাসপাতালে মারা যান বলে জানিয়েছেন হাসপাতাল মুখপাত্র আব্দুর রহিম রুবেল। পরিবারের বরাত দিয়ে আব্দুর রহিম রুবেল জানান, শিশুটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকাতে ভর্তি ছিল। গত ১৪আগস্ট নমুনা পরীক্ষায় সে কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হয়। শারিরীক অবস্থার অবনতি হলে রোববার রাত সাড়ে ১২টার দিকে টিএমএসএস হাসপাতালে তাকে ভর্তি করা হয় । পরে সোয়া ঘন্টা পরে সে মারা যায়। কোয়ান্টাম ফাউন্ডেশন, বগুড়া শাখার সমন্বয়ক মিজানুর রহমান জানান, তাদের স্বেচ্ছাসেবীদের একটি টিম বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের স্বাস্থ্যবিধি নির্দেশনা মোতাবেক মৃতদেহকে জীবানুমুক্ত করার পর হাসপাতাল চত্বরে জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।