অসহায় ভ্যান চালকদের মাঝে ব্যারিস্টার রঞ্জুর কম্বল বিতরণ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোর জেলা বিএনপির সদস্য ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর উদ্যোগে গরীব অসহায় ২০০ ভ্যান চালকের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর বাজারস্থ নিজ বাসভবনে ওই কম্বল বিতরণ করেন তিনি।
বিতরণকালে অসহায় মানুষদের নানা খোঁজখবর নেন ব্যারিস্টার রঞ্জু। এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত এমপি মোজাম্মেল হকের রুহের শান্তির জন্য সকলের কাছে দোয়া চান তিনি। একই সাথে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতাও কামনা করেন। এসময় বিএনপি নেতা আব্দুল মান্নান মাস্টার, আব্দুস সালাম, সাবেক কমিশনার সবুজ বিশ্বাস লালন, আব্দুল করিম, শরিফুল ইসলাম, আব্দুল আলিম কমিশনার, মঞ্জুরুল রহমান, সাইদুল ইসলাম, শাহাদৎ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।