বিশ্বনাথে শ্রমিক নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন


সিলেটের বিশ্বনাথে শ্রমিক সংগঠন ‘উত্তরপাড় সিএনজি স্ট্যান্ড (রেজি: ২০৯৭)’ এর কার্যকরি সভাপতি ও শ্রমিক নেতা জুনাব আলীর উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩আগষ্ট) বিকেল ৩টায় বিশ^নাথ উপজেলা সদরের মাদানিয়া মাদ্রাসার সামনে মানববন্ধন করেন শ্রমিক নেতারা।মানববন্ধনে বক্তারা বলেছেন, বিশ্বনাথে এমপির উপর হামলার ঘটনায় শ্রমিক নেতা জুনাব আলীর ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এমপির উপর হামলার ঘটনা দু:খজনক, এ ঘটনায় তারা তীব্র নিন্দা জানিয়ে বলেন, যেখানে হামলা হয়েছে, সেখানে থানা পুলিশের ও উপজেলা প্রশাসনের একাদিক সিসি ক্যামেরা আছে। সেইসব সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীকে সনাক্ত করে তাকে বিচারের আওতায় আনতে হবে। অন্যতায় কাউকে অহেতুক হয়রানী না করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।‘বিশ্বনাথ উত্তরপাড় সিএনজি স্ট্যান্ড এর ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রমিক সংগঠনের সভাপতি ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ময়না মিয়া।সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ‘বিশ্বনাথ উত্তরপাড় সিএনজি স্ট্যান্ড’ এর সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক ছালেহ আহমদ রাজন, ম্যানেজার আখলুছ আলী, আবুল হোসেন, মেম্বার উজ্জল আহমদ, এলাইছ মিয়া, রুহুল আমিন, আব্দুল আলী। এসময় মানববন্ধনে শ্রমিক সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।