শ্রীলঙ্কা সফরের খবরে খুশি সৌম্য

করোনা ভাইরাসের কারণে প্রায় ৫ মাস ক্রিকেটের (ঘরোয়া ও আন্তর্জাতিক) বাইরে বাংলাদেশ দল। বিরতিটা আরো ২ মাস প্রলম্বিত হচ্ছে। কারণ অক্টোবরের আগে কোনো সিরিজ নেই বাংলাদেশের। তবে স্বস্তির খবর অক্টোবরের শেষ দিকে শ্রীলঙ্কা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ।

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৩ সেপ্টেম্বর কলম্বো যাবে মুমিনুল হকের দল। প্রথম টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর। গত বুধবার শ্রীলঙ্কা সফর নিশ্চিত করেছে বিসিবি। এই খবর শুনে খুশি সৌম্য সরকার। খেলায় ফিরতে মুখিয়ে আছেন এই বাঁহাতি ওপেনার।

ব্যক্তিগত অনুশীলনের ফাঁকে গতকাল সৌম্য বলেছেন, ‘অবশ্যই স্বস্তির যে অন্তত খেলা শুরু হতে যাচ্ছে আমাদেরও। যখন খেলা দেখতাম ইংল্যান্ডের, তো খারাপ লাগতো অনেক যে আমরা কবে খেলব। অবশ্য ভালোও লাগতো যে খেলা শুরু হয়েছে। গতকাল শোনা গেল আমাদের ট্যুর কনফার্ম হয়েছে। এটা নিজের কাছে অনেক ভালো লাগছে।’

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বশেষ সিরিজ ছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে। ঘরের মাঠে সব ম্যাচই জিতেছিল টাইগাররা। শ্রীলঙ্কা সফরেও ভালো শুরু চান সৌম্য। বাঁহাতি এই ওপেনার বলেছেন, ‘শেষ খেলেছিলাম টি-২০, জিম্বাবুয়ের সঙ্গে। দুটোই ভালো ছিল। তো চেষ্টা করব ওখান থেকেই নতুন করে শুরু করার।’