মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের বেকামুরা গ্রামের বিশিষ্ট সমাজসেবক, সাদা মনের মানুষ, গরীবের বন্ধু হিসাবে সর্বজন পরিচিত ও বেগ ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা পরিচালক আব্দুল করিম বেগ এর নাম ব্যবহার করে কিছু দুস্কৃতিকারী তার এলাকার গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে অবমানকর কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘঠনায় লন্ডনে বসবাসরত আব্দুল করিম বেগ এর পক্ষে তার চাচাতো ভাই মোঃ আলী হোসেন বেগ মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়রী ( নং- ৭১২,তারিখ ঃ ১৩/০৮/২০২০ইং) দায়ের করেছেন। লন্ডন প্রবাসী আব্দুল করিম বেগ এর পক্ষে থানায় দায়েরকৃত ডায়রী সুত্রে জানা গেছে- গত ১২ আগষ্ট থেকে অজ্ঞাতনামা কে বা কাহারা করিম বেগ (শধৎরস নবময ) নামে একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তি এবং গোষ্টিকে গালিগালাজ করে করিম বেগ নামীয় আইডি থেকে প্রচার করে আসছে এবং বিভিন্ন লোকজন দিয়ে বিভিন্ন কমেন্ট ও শেয়ার দিচ্ছে। এসব কিছু উস্কানিমূলক এবং এলাকাকে অশান্ত করে কিছু দুস্কৃতিকারীদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার চেষ্টা চালাচ্ছে। সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে, এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।