মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেছে মৌলভীবাজার পৌরসভা। আজ ১২ আগষ্ট দুপুরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। এ সময় কবির বিন আনোয়র বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে সারাদেশে ১০ মিলিয়ন গাছের চারা রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যার ধারাবাহিকতায় সংস্কার করা নদীর পাড়ে গাছের চারা রোপন করা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নে জবাবে সচিব বলেন, মনু নদীর প্রকল্পটি ইতোমধ্যে প্রধানমন্ত্রী একনেক সভায় অনুমোদন দিয়েছেন। প্রকল্প পরিচালকও নিয়োগ দেয়া হয়েছে। এই প্রকল্পের কাজ এবছরের শেষের দিকে নভেম্বরে, না হয় ডিসেম্বরে অবশ্যই কাজ শুরু হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম-(বার), মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান প্রমুখ।