মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কমলগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গেলে অতর্কিত ভাবে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত সাংবাদিক আব্দুল বাছিত খান বাদী হয়ে উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামের মৃত ওয়াদ উল্লার পুত্র বুলবুল আহমদ ওয়াতিরকে প্রধান আসামী করে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘঠনায় কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন দাশ ও এএস আই হামিদুর রহমান গত ৯ আগষ্ট রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সংবাদ পরিবেশন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। আহত সাংবাদিককে স্থানীয় লোকজন উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, গত ৭ আগষ্ট সন্ধ্যা অনুমান ৭টায় রামচন্দ্রপুর রইছ মিয়ার বাড়ীতে প্রতারণামূলক এক বিবাহ সংক্রান্ত বিষয়ের রিপোর্ট করিতে গেলে মামলার ইউপি সদস্য বুলবুল আহমদ ওয়াতির, ইলা মিয়া,শাহান মিয়া, ইদ্রিস মিয়াসহ অজ্ঞাতনামা ৪/৫ জন পূর্ব পরিকল্পিত ভাবে রইছ মিয়ার বাড়ির রাস্তায় বিভিন্ন অস্ত্রে সস্রে সজ্জিত হইয়া ওৎ পাতিয়া থাকে। তিনি ঘটনাস্থলে পৌঁছা মাত্র হামলাকারীগণ তিনির মটরসাইকেল সহ তাকে গতিরোধ করে। হামলাকারী তাকে ঘেরাও আক্রমণ করিয়া খুন করিতে চাহিলে তিনি তৎক্ষণাত আত্মরক্ষার্থে বর্ণিত রইছ মিয়ার বাড়ীতে দৌড়াইয়া প্রবেশ করিলে হামলাকারীরা তাহার পিছু ধাওয়া করিয়া বর্ণিত রইছ মিয়ার বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া মারধর লুটপাট, ছিনতাই করে। তৎক্ষণাত কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানকে বিষয়টি অবহিত করিলে তিনি সাথে সাথে কমলগঞ্জ থানার এস.আই কাশেমকে ব্যবস্থ নেওয়ার নির্দেশনা দিলে বর্ণিত এস.আই সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য মুজিবুর রহমান মুজিবসহ স্থানীয় একাধিক লোকজনদের সহায়তায় সাংবাদিককে ঘটনাস্থল হইতে উদ্ধার করেন। নির্যাতিত সাংবাদিক আব্দুল বাছিত খানসহ অন্যান্যা লোকজন জানান- হামলাকারীরা দুর্দান্ত প্রকৃতির বিবাদীগণ অন্যায়, অত্যাচারী, নারী নির্যাতনকারী দুশ্চরিত্র প্রকৃতির এক দলবদ্ধ সন্ত্রাসী লোক হয়। খুন, রাহাজানি, ডাকাতি, কালোবাজারী এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত। আব্দুল বাছিত খান একজন গণমাধ্যম কর্মী। তিনি দৈনিক খবর পত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি, দৈনিক নতুন দিন পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি, কমলগঞ্জ প্রেস ক্লাবের সদস্য, কমলগঞ্জ রিপোর্টাস ইউনিটির অর্থ সম্পাদক এবং মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক । দীর্ঘদিন যাবৎ সততা এবং নিষ্ঠার সাথে সামাজিক বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড এবং সমাজের সঠিক সত্য উদঘাটনের লক্ষ্যে বিভিন্ন গণমাধ্যম এবং বর্ণিত পত্রিকায় নিয়মিত রিপোর্টার হিসেবে কর্মরত রহিয়াছেন। ইউপি সদস্য বুলবুল আহমদ ওয়াতিরসহ হামলাকারীগণের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশনার চেষ্টা করিলে ক্ষিপ্ত হইয়া খুন খারাবী করাসহ বিভিন্ন ভাবে উক্ত সাংবাদিককে হেনস্থা করার অপচেষ্টা এবং ষড়যন্ত্রে লিপ্ত রহিয়াছেন। সম্পতি একই গ্রামের আওয়ামীলীগের সিনিয়র সদস্য আলতা হত্যাকান্ডের মত ঘটনায় ও তাদের যোগসুত্র রয়েছে কি না ? তা ক্ষতিয়ে দেখার জন্য সংশ্লিস্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে দাবী জানিয়েছেন স্থানীয় একাধিক লোকজন। ইতিমধ্যে ঘটাইবে বলিয়া তাকে প্রকাশ্য ঘোষণা দিয়া চলিয়া যায়।