ঈশ্বরদীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী উদযাপন

‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা বঙ্গবন্ধুকে শক্তি, সাহস, মনোবল, অনুপ্রেরণা দিয়েছেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি, বঙ্গবন্ধু ‘জাতির পিতা’ হয়েছেন। বঙ্গবন্ধু জীবনে যত ঝুঁকিপূর্ণ কাজ করেছেন সবটাতেই বঙ্গমাতা তাঁকে ছাঁয়ার মত সাহায্য করেছেন। বঙ্গমাতার দূরদর্শিতা বাংলাদেশের স্বাধীনতার পথ খুলে দিয়েছিল। স্বাধীনতার জন্য বঙ্গমাতার মহান ত্যাগ ইতিহাসে চিরভাস্মর হয়ে আছে।’ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঈশ্বরদী পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে এই অভিব্যক্তি প্রকাশ করেছেন।
উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার শিহাব রায়হান। প্রধান অতিথি ছিলেন পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান। মহিলা বিষযক কর্মকর্তা শাহিনা সুলতানার সঞ্চালনায় বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু। এসময় সিনিয়র মৎস্য কর্মকর্তা শাকিলা জাহান, তথ্য সেবা কর্মকর্তা চন্দ্রিমা বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নারী কর্মিরা উপস্থিত ছিলেন।
পরে দুঃস্থ মহিলাদের সাবলম্বি করার জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।