দুর্গাপুরে বালু ভর্তি লরির সামনের চাকা উল্টে চালক নিহত

বালুর ঘাট থেকে বালু ভরে লরি স্টার্ট করে চালাতে গেলে লরি অতিরিক্ত বালু বোঝাইয়ে সামনের চাকা উপরে উঠে গেলে মাঝখানে চাপা পড়ে লরি চালকের মৃত্যু হয়েছে। গুরুত আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মূমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে জানা যায়।
বৃহস্পতিবার বিকালে ৩টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পৌর শহরের ১নং বালুর ঘাট থেকে বালু ভর্তি লরির চাকা উল্টে এ দুর্ঘটনা ঘটনা ঘটেছে। নিহত লরি চালক দিন ইসলাম (৩৫) পৌর শহরের ৬নং ওয়ার্ডের বালিকান্দি এলাকার আব্দুল মাজিদের ছেলে। 
ঘটনাস্থল পরিদর্শন করে দুর্গাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান আমাদের সময়.কমকে জানান, ১নং বালুর ঘাট থেকে অতিরিক্তি বালু ভরে লরি স্টার্ট করে চালাতে গেলে লরি সামনের চাকা উপরের দিকে উঠে যায়। এতে করে লরির ইঞ্জিন ও বডির সংযোগের স্থানটি ভেঙে গিয়ে লরির চালক দিন ইসলাম ইঞ্জিন ও বডির মাঝখানের মধ্যে চাপা পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে মূমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। পরে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে লরি চালকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।