আল্লাহর স্তূতিমধুর সত্তার গভীরেই মুহাম্মদ (সাঃ)

আল্লাহর গুপ্তজ্ঞান জগতে বিরাজমান আহাদ সত্তার গভীরেই নবীসত্তা আহমদ!
মহাবিশ্বজগত সৃষ্টির পূর্বেই তিনিই নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সাঃ)!
মুহাম্মদই আদি মুহাম্মদই প্রজ্বলিত মুহাম্মদই আধুনিক আবার মুহাম্মাদই অনাদি সনাতন!
মুহাম্মদই বর্তমান মুহম্মদই ভবিষ্যৎ মুহাম্মদই অতীত আবার মুহাম্মাই সর্বদা চিরন্তন!
মুহাম্মাদই মহাকাল আবার মুহাম্মদই মহাকালের উর্দ্ধে আগামী নব নব সৃষ্টিতে নতুন!
মুহাম্মদ (সাঃ) এর সত্তায় সত্তাবানই সমগ্র সৃষ্টি জগতের সমুদয় সত্তা চেতনা!
শাজারাতুল বৃক্ষের প্রশন্ন ছায়ায় মুহাম্মদ (সাঃ)ই হাজার হাজার বৎসর ধরে তাঁর প্রিয় বন্ধু
মহান আল্লাহর পবিত্র নাম জিকির করতেন সর্বদাই!
কখনো স্তূতিমধুর সালাতে আবার কখনো দিওয়ানা প্রেমে সুমধুর।
কখনো হেরার গুহায় ধ্যান ও তপস্যায় বিদগ্ধ বিভোর!
যেন আল্লাহর আপন সত্তার গভীরেই মুহাম্মাদ (সাঃ)এর সত্তার বিগলিত নূর উদয়!
মুহাম্মদ (সাঃ)সত্তার ঐশ্বরিক ও অলৌকিক জ্যোতির্ময় দেহ থেকে সদয়,
একবিন্দু পবিত্র ঘাম মক্কার মাটিতে পতিত হলো অমর!
ঠিক সেখানেই নির্মাণ হলো আল্লাহ আরাধনার প্রথম পবিত্র কাবাঘর!
তাঁরপর রোজে মিসাক তথা প্রতিশ্রুতি দিবস আর
সমুদয় মানবাত্মার বিকাশ প্রকাশ ও সমাবেশ ঘটলো বহুদূর!
তিনিই সর্বসৃষ্টির আত্মপ্রকাশে জ্যোতির্ময় এক মহানূর!
আল্লাহর আহাদ রূপ থেকে আহমদ সত্তার রূপ চেতনা ও জ্যোতিনূর!
মুহাম্মাদ (সাঃ) এর জ্যোতির্ময় রূপই শরিয়ত তরিকত হাকিকত ও আধ্যাত্মিক সত্তার জ্ঞান।
মুহাম্মদ (সাঃ)এর রূপই জাহের ও বাতেন সত্তায় দ্বীন!
নূরে মুহাম্মদই সর্বসৃষ্টিতে বিরাজমান ধর্মের ভিত ও স্তম্ভ
মুহাম্মদ (সাঃ)ই স্রষ্টা আর সৃষ্টির মাধ্যম গুপ্তরহস্যভেদ অনন্ত-
তিনি প্রকাশেও নবী আবার তিনি গোপনেও নবী।
তিনিই রসুল তিনিই বিশ্বনবী তিনিই সিরাজুম মনিরা নূরনবী!
আযানে আল্লাহর নামের সাথে মুহাম্মদ (সাঃ) নামই ধ্বনিত হয় সুমধুর!
আল্লাহ তাঁর ফেরেস্তাকুল মানবকুল মুহম্মদ (সাঃ)এর উপরই দরুদ পাঠ করে স্তূতিমধুর!
তিনিই জান্নাতে প্রবেশের সুপারিশকারী।
কবরে লাশ নামানোর সময় আল্লাহর নামের সাথে মিল্লাতি রাসুলিল্লাহ দ্বীনের উপরই লাশ রাখা হয় সত্য পথে।
মুহাম্মদই সরকারে দোআলম মুহাম্মদই রহমাতুল্লিল আলামীন,
সকল রহমতই তোমার উপর পবিত্র কুরআনে মহান আল্লাহর ঘোষণা!
একমাত্র তুমিই সমগ্র সৃষ্টির সেরা ও বিশ্ব-মানবতার।
তুমিই ইমামে কেবলা তাইনে,তুমিই সরওয়ারে কায়েনাত তুমিই মুফাক্ষারে মৌজুদাত নূরে,
তুমিই বিশ্বজাহানের মহামানব সকল নবীদের ইমাম সুলতানুল আম্বিয়া সুদূর-
সর্বচেতনার সমষ্টি সত্তায় তুমিই মুহাম্মদই মহান ও পরিশোধিত,
তুমিই মহাপরমাত্মার রহস্যময় দুর্বোধ্য দুর্ভেদ্য ও দূর্গম গতি দ্যুতি!
তুমিই নবী ও রসুল আবার তুমিই সামাজিক শরীয়া মহাবিশ্বের মহা-রাষ্ট্রপ্রতি!
তুমিই শরিয়ত তরিকত হাকিকত ও মারফতের গুপ্তজ্ঞান জ্যোতি!
এক কম্বলধারী মহাসাম্যের কমল হৃদয়ে ফকিরি ও রহমতে মহামতি।
০২/০৮/২০২০