কাজিপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

সিরাজগঞ্জের কাজিপুরে গর্তে জমা পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) দুপুরের দিকে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ওই গ্রামের হাফিজার রহমানের মেয়ে তন্নি খাতুন (৮) ও হাফিজার রহমানের ভাগ্নি অনিকা খাতুন (৮)। মৃত দুজন সম্পর্কে মামাতো-ফুপাতো বোন ছিল।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল বারিক নামে নিহতদের এক স্বজন বলেন, সকাল ১০টা থেকে শিশু দুটিকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশেই বালু উত্তোলনে সৃষ্ট গর্তে জমা পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি মো. নূরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। শিশু দুটি পানিতে ডুবে মারা যাওয়ায় দুটি পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।