সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা থানা পুলিশ গোপন অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক পাঁচ আসামীকে আটক করেছে। শনিবার আদালতে প্রেরন করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়, গত শুক্রবার রাতে থানার অফিসারগন অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা হতে প্রেফতারী পরোয়ানা মুলে তাদের গ্রেফতার করে। এরা হলো
জিআর-৬৭/১৪ মামলার আসামী মোঃ সিদ্দিক শেখ, পিতা- মৃত কহির শেখ, সাং -পদ্মবিলা,জিআর-১৩৩/২৪ মামলার আসামী-মোঃ লালন ফকির,
পিতা – ময়নাল ফকির সাং -কুমির গাড়ি ও মোঃ সাইফুল ইসলাম পিতা – কাজী নুরুল ইসলাম সাং -দুর্গাপুর, এন জিআর-৫৮/২২ মামলার আসামী-মোঃ মিরাজুল সরদার, পিতা-মোঃ রওশন সরদার সাং -ভবানীপুর এবং এন জিআর-২৩/২৩ মামলার আসামি-মোঃ আব্দুল লতিফ শেখ পিতা-মৃত ইসাহাক শেখ সাং -লক্ষ্মীপুর সর্ব থানা আতাইকুলা পাবনা।
আতাইকুলা থানার ওসি একেএম হাবিবুল ইসলাম জানান আটককৃতদেরকে বিধি মোতাবেক পুলিশ স্কর্টের মাধ্যমে শনিবার
বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আসামীদের বিরুদ্ধে উক্ত মামলা ছাড়াও বিভিন্ন থানায় মামলা রয়েছে। তিনি আরো বলেন, ওয়ারেন্টভুক্ত আসামীদের বিরুদ্ধে অভিযান অব্যহৃত রয়েছে।
আবু ইসহা