প্রবাদ প্রবচন ব্যবহার করে লেখা গান শিরোনামহীন-২

আমি কানে দিয়েছি তুলো পিঠে বেঁধেছি কুলো
আমার নুন আনতে পানতা ফুরোয় শুনেও
কেউ কয় ছাই ফেলতে লাগে ভাঙ্গা কুলো ।।

কাকের বাসায় কোকিলের ছা জাত স্বভাবে করে রা
কাঁচা বাঁশে ঘুন ধরা সে গোদের ওপর বিষফোঁড়া
কয়লা ধুলে ময়লা যায় না নিজের কোলে ঝোল টানা
কেউ কয় দুষ্টু গরুর চেয়ে শূণ্য গোয়াল ভালো ।।

জলে কুমিড় ডাঙ্গায় বাঘ শ্যাম রাখি না কুল রাখি
ফাটা বাঁশে মাথা দিয়ে চোখে সরষে ফুল দেখি
কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস
কেউ কয় নেই মামার চেয়ে কানা মামা ভালো ।।