চাটমোহরে বানভাসীদের স্বাস্থ্যসেবায় পাশে দাঁড়িয়েছে “আশার তরী”

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর, পাবনাঃচলনবিল অধ্যুষিত চাটমোহরের বানভাসিদের পাশে দাঁড়িয়েছেন অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজী ফাউন্ডেশন। বানভাসীদের বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে সমাজী ফাউন্ডেশনের নৌকা “আশার তরী”।২৯ জুলাই চলনবিল অঞ্চলসহ গত কয়েকদিন ধারাবাহিকভাবে চলছে চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বন্যা কবলিত নলডাঙ্গা ও চরএনায়েতপুর গ্রামের কয়েক শত বানভাসি মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ করা হয়। অধ্যক্ষ সমাজী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মেডিক্যাল স্ট্রাইকিং টিম-এর নৌকা “আশার তরী” ডাক্তার ও সেবিকা নিয়ে বানভাসিদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। দেওয়া হচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় ওষুধ। মঙ্গলবার সারাদির বানভাসিদের নিজ হাতে ওষুধ তুলে দেন, বিলবন্ধু হিসেবে পরিচিত এলজিইডির প্রকল্প পরিচালক ও অধ্যক্ষ সমাজী ফাউন্ডেশনের পরিচালক প্রকৌশলী মমিন মুজিবুল হক টুটুল সমাজী।বন্যা দুর্গত এলাকার শিশু,নারীসহ নানা বয়সী মানুষ অথৈই পানি পেরিয়ে নৌকায় এসে জিচকিৎসা সেবা গ্রহণ করেন। মেডিক্যাল স্ট্রাইকিং টিমের নৌকা আশার তরী সঞ্চালনা করেন, অধ্যক্ষ সমাজী ফাউন্ডেশন হান্ডিয়াল শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু শাহিন।