সুন্দরগঞ্জে পানি স্যানিটেশ এবং হাইজিন বিষয়ক প্রশিক্ষণ

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে পানি, স্যানিটেশন এবং হাইজিন বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও ইকো কো-অপারেশন এর বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সঙ্গ প্রকল্পের আয়োজনে আজ বুধবার (২৯ জুলাই) উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয় হলরুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা বিল্পব হাসান মদিনা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, আরডিআরএস বাংলাদেশ উপজেলা কো-অর্ডিনেটর মাহবুবা গুলেশেগুফতা, ইকো কো-অপারেশনের টেকনিক্যাল অফিসার দিদারুল ইসলাম প্রমূখ। প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণের বিভিন্ন দিক সমূহ তুলে ধরে আলোচনা করা হয়।