আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ “অধিকার, সমতা,ক্ষমতায়ন, নারী ও কণ্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার (৮মার্চ) সকালে উপজেলা চত্বর থেকে এক র্যালি বের করা হয়। র্যালি শেষে আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার মাহমুদা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পাল প্রমুখ।
