বগুড়ায় ডিবির পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বগুড়া সদর, গাবতলী ও সারিয়াকান্দি এলাকা থেকে হাফ কেজি গাঁজা, ৫’শ পিচ ইয়াবা এবং ৪ গ্রাম হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এজাহার ও জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, চলমান মাদকবিরোধী অভিযানে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে ৫ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী যথাক্রমে, রাত পৌনে ৮ টায় সদরের তিনমাথা রেলগেট এলাকা থেকে ৫’শ পিচ ইয়াবাসহ কাহালু থানার সিন্দুরাইল পশ্চিমপাড়া এলাকার
মৃত: আবুল হোসেনের ছেলে আল-আমিন (৩০) কে গ্রেফতার করা হয়। ডিবির অপর একটি টিমের অভিযানে শনিবার সন্ধ্যাতে বগুড়ার সারিয়াকান্দি থানাধীন আন্দরবাড়ী পাবলিক মাঠ হইতে হাফ কেজি গাঁজাসহ উপজেলার রামকৃষ্ণপুর দেউলি এলাকার মৃত: জহুরুল সরদারের ছেলে মাহিদুল ইসলাম(৪৬) এবং আন্দরবাড়ী এলাকার সুরুজ্জামান এর ছেলে রাকিব হোসেন(২০) ও আলতাফ হোসেন এর ছেলে মাসুম মিয়া(২২) কে গ্রেফতার করা হয়। এছাড়াও ডিবির অপর একটি টিমের অভিযানে রবিবার সকালে গাবতলী থানাধীন উজগ্রাম বাজার হইতে ৪ গ্রাম হেরোইনসহ উপজেলার উজগ্রাম সরকারপাড়া নিবাসী তোবারক হোসেন এর মেয়ে
তাজমিন রওশন সরকার ওরফে পান্না (৪০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আছলাম আলী পিপিএম এর সাথে কথা বললে তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে ইতিমধ্যে বগুড়া সদও, গাবতলী ও সারিয়াকান্দি থানায় পৃথক পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে
রবিবার দুপুরে আসামীদের ইতিমধ্যেই আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এই অভিযান কঠোরভাবে চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।