করোনা মোকাবিলায় আস্থার সাথে মনোবল দৃঢ় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সুরক্ষিত রাখবার আহব্বান জানিয়ে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন,বর্তমান সরকার করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে সরকারের দেওয়া নির্দেশনা আমাদের মেনে চলতে হবে। দেশে খাদ্য সংকট নাই পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ আছে , দেশের এই সংকটময় মুহুর্তে ঘরবন্দি মানুষদের মাঝে প্রধানমন্ত্রী ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন কোন মানুষ না খেয়ে থাকবে না।
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা চত্বরে উপজেলার করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে উপরোক্ত কথা বলেন ।
খাদ্য সামগ্রি বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন, উপজেলা প্রকৌশলী মান্নাফ , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূরইসলাম নুর, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম ফিরোজ, যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, ৬ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেক সরকার, ৭ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্মা ।
পরে সাংসদ উপজেলার পলাশবাড়ী বীরপাড়া বিষ্ণুমন্দির এর ভিত্তি প্রস্তর উদ্বোধন ও জেলার কাহারোল উপজেলার মুজিব শতবর্ষ উপলক্ষে সাইনগর মাজারতলা কবরস্থানে কাঠের গাছ রূপান্তরে ফলজ গাছ রোপনের উদ্বোধন করেন এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল জলিল, মোঃ আমিনুল ইসলাম ,সাবেক ইউপি চেয়ারম্যান নাসারুল ইসলাম প্রমুখ।