বগুড়ায় ২ লাখ ৪৪ হাজার টাকার জাল নোটসহ ১৪ মামলার আসামী গ্রেপ্তার

সঞ্জু রায়, বগুড়া:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা থেকে ১৪টি মামলার আসামি রাসেল মন্ডল (৩০) কে এবার জাল টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দুপচাঁচিয়া থানার পশ্চিম আলোহালীপাড়া থেকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। এসময় রাসেলের কাছে ৫০০ টাকার মূল্যের ৪৮৮টি জাল নোট পাওয়া যায় যা মোট ২ লাখ ৪৪ হাজার টাকা।
গ্রেপ্তার রাসেল উপজেলার বনতেতুলিয়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। পুলিশের দাবি, রাসেলের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ‘ঈদকে কেন্দ্র করে জাল নোটগুলো ঢাকার ওদিক থেকে বগুড়ায় আনা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছেন। তার সঙ্গে আর কারা যুক্ত আছে সেই বিষয়ে তারা কাজ করছেন।’ তিনি আরও বলেন, ‘এই ব্যক্তির নামে মাদক এবং বিশেষ ক্ষমতা আইনে প্রায় ১৪টির মামলা রয়েছে।’