পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কার্ডের চাল বিতরণ শুরু করা হয়েছে। আজ রবিবার ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল পৌরসভার তিনটি ওয়ার্ডের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে পৌরসভার নয়টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন সুবিধাভোগীর মাঝে তিনটি ধাপে চাল বিতরণ করা হবে। এসময় পৌরসভার সংশ্লিষ্ট কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, পৌরসভার দুস্থ ও অসহায় মানুষদের জন্য সরকার ভিজিএফ কর্মসূচির মাধ্যমে চাল বিতরণ করেন। এতে প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পান। তাই ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির এ মাসের চাল রবিবার বিতরণ শুরু করা হয়। তবে এবছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ৪ হাজার ৬২১ জন সুবিধাভোগীকে পৌর ভবনে একদিনে জড়ো না করে তিনটি ধাপে চাল বিতরণের সিদ্ধান্ত নেয় পৌর মেয়র। এ উপলক্ষে আজ রোববার পৌরসভার ২,৩ ও ৬ নাম্বার ওয়ার্ডের সুবিধাভোগীদের চাল বিতরণ করা হয়। আগামীকাল এবং পরের দিন বাকি ওয়ার্ডগুলোর সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হবে। এসময় চাল নিতে আসা প্রত্যেক সুবিধাভোগীকে মাস্ক পরে পৌর ভবনে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভিজিএফ কর্মসূচির চালের গুণগত মান ভালো হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, পৌর বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে তিনটি ধাপে চাল বিতরণ করা হচ্ছে। এতে কোন প্রকার হুড়াহুড়ি বা জটলার সৃষ্টি হচ্ছে না। প্রথম দিনে সকলেই মাস্ক মুখে নিয়ে পৌর ভবন এসেছে। আশাকরি আগামী দুই দিনেও সবাই মাস্ক মুখে নিয়ে চাল নিতে আসবে।