বগুড়ায় পিক আপ ট্রাকের চাপায় ৪ দিনমজুর নিহত

বগুড়ায় পিকআপ ট্রাকের ধাক্কায় ৪ দিনমজুর নিহত হয়েছেন। শনিবার ভোরে সদর উপজেলা পরিষদের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার খামারকান্দি গ্রামের রাশেদুল ইসলাম (৫০), গোকুল ইউনিয়নের আবু জাফর (৪৫) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার খামার পানগাছি গ্রামের আজগর আলী (৪৫)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, ‘প্রতিদিনের মতো কাজের আশায় আট থেকে ১০ জন দিনমজুর সদর উপজেলা পরিষদের সামনে বাইপাস সড়কের পাশে বসেছিলেন। আনুমানিক ভোর ৫টার দিকে হঠাৎ একটি বেপরোয়া পিকআপ ভ্যান/ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ছয় জন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।’

পরবর্তীতে ‘চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধা জেলার মুন্টু (৪৪) নামে আরেক দিনমজুরের মৃত্যু হয় বলেও নিশ্চিত করেছেন সদর ওসি। এছাড়াও গাইবান্ধার খাজের উদ্দিন (৫০) ও রংপুর জেলার মঈদুল ইসলাম (৩৮) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খাজের উদ্দিনের শারীরিক অবস্থাও আশঙ্কজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দুর্ঘটনার পরপরই চালক ও তার সহযোগী পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ায় এখন পর্যন্ত তাদের আটক করা সম্ভব হয়নি তবে ইতিমধ্যেই বিভিন্ন সড়কে থাকা সিসি টিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি হুমায়ুন কবির।