বগুড়ার সন্তান বেরোবি ছাত্রলীগ নেতা রাব্বীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

‘মুজিববর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ স্লোগানে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর আলোকে বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের খান্দার এলাকায় বৃক্ষরোপণ করেছেন বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং ম্যানেজমেন্ট স্টাডিস্ বিভাগের সহ-সভাপতি ছাত্রনেতা ফজলে রাব্বী।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় ছাত্রনেতা ফজলে রাব্বী বগুড়ায় তার নিজ এলাকার বিভিন্নস্থানে প্রায় শতাধিক ফলজ, ভেষজ এবং ঔষধী চারাগাছ রোপণ করেন। শুধু তাই নয় করোনা দুর্যোগের শুরু থেকে নিজের সামর্থ্য অনুযায়ী একঝাঁক তরুণ ছাত্রনেতাদের সাথে নিয়ে ছাত্রনেতা রাব্বী লকডাউনে নি¤œবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত অনেক পরিবারের দ্বারে দ্বারে নিরবে পৌঁছে দিয়েছে খাদ্যসামগ্রী এবং অসহায় মানুষের সেবায় বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে বর্তমানেও নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বৃহস্পতিবারের বৃক্ষরোপণ কর্মসূচী পালন প্রসঙ্গে বেরোবি ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীর সাথে কথা বললে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে তারা এই কর্মসূচী পালন করেছেন। সেই সাথে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সুন্দর একটি বাসযোগ্য পৃথিবীর বির্নিমাণে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই তাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সরাসরি নেতৃত্বে দেশব্যাপী এই কর্মসূচী পালিত হচ্ছে। সেই সাথে তিনি বলেন, করোনা দুর্যোগের এই ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে থেকে এই দুর্যোগ মোকাবেলায় হবে মানবিকতা। তাই তিনি সকলকে মানবতার হাত বাড়িয়ে দিয়ে বর্তমান সরকারের উপর আস্থা রেখে সকল নির্দেশনা মেনে চলার লক্ষ্যে সকলকে উদ্বার্ত আহ্বান জানান।