মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ন রাস্তা গুলোর বেহাল অবস্থা । সড়কজুড়ে ছোট-বড় বহু গর্ত। একটা গর্ত থেকে বাঁচতে গেলে আরেক গর্তে রিকশা-গাড়ির চাকা পড়ছে। ঘটছে দুর্ঘটনা। বেশ কয়েক মাস ধরেই এ অবস্থা শহররে ব্যস্ততম এম সাইফুর রহমান সড়কটির (সাবেক সেন্ট্রাল রোড) । মৌলভীবাজার – সিলেট মহা সড়কের বড়হাটের মধ্যেকানের অবস্থা খুবই খারাপ । যার ফলে যানযট লেগে’ই রয়েছে এবং ব্যাপক ঝুঁকিতে রয়েছে সাধারণ যাত্রী সহ গাড়ির চালকেরা। গর্তের মধ্যে পড়ে অনেক গাড়ি নষ্টও হয়ে যাচ্ছে বলে এই রকম অনেক অভিযোগ উঠে এসেছে এ সড়ক দিয়ে রিকশা, সিএজিসহ অন্যান্য যানবাহন চালাতে গিয়ে চালকেরা হিমশিম খাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, এই সব জায়গায় প্রতিদিনই দুর্ঘটনা ঘঠে থাকে। কখন যে এই দূর্ঘটনা ভয়াবহ রুপ নিতে পারে তা নিয়ে আতঙ্কে স্থানীয়রা। আর বৃষ্টি দিলে গর্তের মধ্যে পানি জমে গেলে এখানে গর্ত আছে কি না গর্তের গভীরতা কতোটুকু বোঝাই যায় না,যার ফলে অনেক সময় ছোট গাড়ি গুলো উল্টে পড়েও যায়। এই সড়ক দুইটি হচ্ছে শহরের অতি ব্যস্ততম সড়ক, এই সব রাস্তা দিয়ে মানুষ শহরে আসা যাওয়া করে। একাধিক পথচারী জানান- এই রাস্তা গুলো দিয়ে আমরা প্রতিনিয়ত যাওয়া আসা করতে হয়। বিশেষ করে বয়স্ক মানুষ চলা ফেরা করতে অনেক সমস্যা দেখা দেয়। তাই আমাদের দাবি শহররে ব্যস্ততম রাস্তা গুলি যত তাড়াতাড়ি সম্ভব যেন মেরামত করা হয় এমন দাবি সবার । এ ব্যপারে জানতে চাইলে মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান জানান, মৌলভীবাজার – সিলেট মহাসড়করে যে ভাঙ্গা রাস্তাটি সেটা সড়ক ও জনপদ বিভাগের । করোনার মহামারির কারনে সেন্টাল রোডে বর্তমানে কোনো কাজ করানো সম্ভব হচ্ছে না এবং পর্যাপ্ত ফান্ড ও নেই।