নাটোরের গুরুদাসপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। রবিবার গভীররাতে উপজেলার কাছিকাটা বিশ্বরোড মোড় থেকে এস আই মো.আকরাম হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে তাদের আটক করেন। এসময় আটককৃতদের কাছ থেকে স্কুল ব্যাগে রাখা টেপ দিয়ে মোড়ানো দেড় কেজি গাঁজা উদ্ধার করেন।আটককৃতরা হলেন- উপজেলার পৌর সদরের পারগুরুদাসপুর গ্রামের সাজাহান আলীর ছেলে শাকিল আহমেদ (২২) একই এলাকার জাহাঙ্গীরের ছেলে সাইদ (২৩) এবং হুরমত আলীর ছেলে আশরাফুল ইসলাম।পুলিশ জানায়, রবিবার গভীররাতে সেখান ওই তিন যুবক একটি স্কুল ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছিল। তাদের ঘোরাফেরা সন্ধেও হলে তাদের ব্যাগ তল্লাশিকালে তাদের কাছে স্কসটেপে মোড়ানো দেড় কেজি গাঁজা পাওয়া যায়।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, সারা দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ওই তিন মাদক ব্যবসায়ীকে দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় ওই তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।