যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও
তবে নবীজির মহব্বত অন্তরে নাও ।
বিধর্মীদের সাথে মিলায়োনা তাল
তাহলে হারাবে তুমি মহা পরকাল ।
বৃক্ষরাজি তরুলতা, চন্দ্র সূর্য গ্রহ তারা
সবাই নবীর জন্য পাগল পারা।
সাগরের মনি মুক্তা আর হীরক খনি
সর্প বিচ্ছু পশুপাখি, বাঘ হরিণী
নবীর জন্য পাগল এই ধরনী। এই ধরনী।
পড়ে দরুদ ,সকল ফেরেশতা মিলে
আল্লাহ পড়েন দরুদ, কুদরতি দিলে।
তার নূরেই সকল পয়দা।।
আল্লাহ দিলেন বলে। আল্লাহ দিলেন বলে।
নবীর মোহাব্বত করো হে মুমিনগণ
দারা পরিবার যত আত্মীয়-স্বজন
সবার চাইতে ভালোবাসো বেশি
তবেই হবে তোমার জান্নাত অর্জন।
উহোদ রণাঙ্গনে নবী করিলেন গমন
দন্ত মোবারক ভেঙ্গে, হইলেন অজ্ঞান
নবীজি হয়েছেন শহীদ রটিল গুঞ্জন।
হানজালা সাহাবি শুনে তরবারি হাতে নিয়ে
ছুটলেন বীর,বিক্রমে তিনি উহোদের প্রাণে
যুদ্ধের ময়দানে করলেন শাহাদত বরণ।
ফেরেশতাদের হাতে গোসলের
সৌভাগ্য হলো তার অর্জন।
নবী বলেন :আমাকে নিজের জীবনের
চাইতে ভালো বাসিবে না যতক্ষন
পূর্ন মোমিন তুমি হবে না ততক্ষণ।
প্রভু মোদের তৌফিক দাও
নবীর মোহাব্বত পয়দা হয় যেন দিলে
তার সুপারিশ নসিব হয় রোজ পরকালে।