গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরের সামান্য বৃষ্টিতে হাটুপানি জমে যাওয়ায় চরম দূভোর্গে পড়েছে পথচারি ও ব্যবসায়ীরা। রাস্তার পানি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পরায় ব্যাপক ক্ষতি সাধনের শিকার হচ্ছে ব্যবসায়ীরা। দীর্ঘদিন থেকে নিমার্ণাধীন ড্রেনের কাজ বন্ধ থাকায় সামান্য বৃষ্টি বাদলে সীমাহীন বিপাকে পড়েছে পৌরবাসি ও পথচারিগণ। বিশেষ করে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাড়িছে। মাষ্টার ড্রেনসহ বিভিন্ন ড্রেন নিমার্ণ বন্ধ এবং যে সমস্ত ড্রেন নিমার্ণ সম্পন্ন হয়েছে, সে সমস্ত ড্রেনের পানি চলাচলের পথ বন্ধ থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌর শহরের ব্যবসায়ী রেদোয়ানুর রহমান জানান, সামান্য বৃষ্টি হলে রাস্তার পানি গড়ে তার দোকানের ভিতরে গিটা পানি জমে যায়। যার কারণে দোকানের বিভিন্ন সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বলেন দোকানের র্যাগ, আলমিরাসহ আসবাসপত্র নষ্ট হয়ে গেছে। এতে তার কয়েক হাজার টাকার সম্পদ ক্ষতি সাধন হয়েছে। পথচারি আতিকুর রহমান জানান, পৌর শহরে হাটু পানি জমে থাকায় প্যান্ট ভিজে গেছে এবং চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন জানান, ঠিকাদার ড্রেন নিমার্ণের কাজ বন্ধ করে দেয়ায় বৃষ্টির সময় পানি জমে যাচ্ছে। তবে অতিদ্রুত ড্রেনের পানি চলাচলের মুখ খুলে দেয়া হবে।