রাজশাহীতে বেতন ও দৈনিক মুজুরি চালুর দাবিতে মানববন্ধন

রাজশাহী সড়ক পরিবহন গুপের ২৮৮ জন কর্মচারীর বেতন ও দৈনিক মুজুরি চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে নগরীর রেলগেট গোরহাঙ্গা এলাকায় এ মানববন্ধন করেন
সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়ন পরিষদের সদস্যরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আজিজু সহ সাধারণ সম্পাদক আরফান উদ্দিন বাপ্পি, দপ্তর সম্পাদক শ্রী মনোরঞ্জন পাল রবি, কোষাধক্ষ্য সাইফুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক বিপুল হোসেন প্রমুখ। এসময় তারা জানান, গত ২৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত গণপরিবহণ বন্ধ ছিলো। তবে জুন থেকে গণপরিবহণ সীমিত আকারে খুলে দেওয়া হয়। এছাড়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কিছু সংখ্যক চেইনমাস্টার দৈনিক মজুরি ছাড়া গাড়ি পরিচালনা করছেন। তবে কোন কর্মচারীকে প্রভিডেন্ট ফান্ড , গ্রাচ্যুইটি , অবসর কালীন ভাতা প্রদান করা হচ্ছে না । এমতােবস্থায় ২৮৮ জন কর্মচারী পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক কষ্টে মানবেতর জীবন-যাপন করে আসছে। এবং বিষয় বিবেচনা করে অতি সত্ত্বর সুষ্ঠু সমাধানের দাবি জানাই। এছাড়া অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো বলে হুসিয়ারী দেন তারা।