ঈশ্বরদীতে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা হাবিব

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব। অগ্নিকান্ডের খবর পেয়ে ওইদিন বিকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও পাবনা জেলা আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব পরিবারগুলোর বাড়িতে যান। বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামের কাজীপাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

তিনি আগুনে পুড়ে নিহত গৃহবধূ আজেলা বেগম (৪১), ১৭টি ছাগল ও অর্ধশত হাঁস মুরগি দ্বগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। নিহত গৃহবধূর নামাজে জানাজায় অংশগ্রহন করেন তিনি।

পরিদর্শনকালে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্থ আব্দুর রহমান কাজী ও তার দুই ছেলে আব্দুর রকির কাজী এবং রতন আলী কাজী, প্রতিবেশি মাহবুব কাজী এবং মহাবুল ইসলামের হাতে নগদ আর্থিক সহয়তা প্রদান করেন হাবিবুর রহমান হাবিব।

বিএনপি নেতা মাহবুবুর রহমান দুলাল মন্ডল, নুরুল ইসলাম আক্কেল, সাঁড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হাসিবুর রহমান হাক্কে মন্ডল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।