ভেজাল


এ ভবে বিচরণ করতে হলে
অনেক কিছুই প্রয়োজন
সবকিছুরই ব্যবস্থা দিয়েছেন
আল্লাহ করে আয়োজন।
ক্ষেত-খামার চাকরি বাকরি
ব্যবসা বাণিজ্য শিল্প ইন্ডাস্ট্রি
শিক্ষাদিক্ষা গার্মেন্টস ফ্যাক্টরি।
হালাল পথে উপার্জনের লাগি
নেমে পড়ো জমিনে কষ্ট স্বীকার করি ‌।
ফরজ কাজ সমূহ আদায়ের পরে
হালাল উপার্জনের সন্ধান এর কথা
আল্লাহর ও রাসূল দিয়েছেন বলে
হালাল খাও, হালাল পড়
হারাম উপার্জন ছাড়ি হালাল পথ ধরো।
হারাম পথে করলে উপার্জন
সকল নেক আমল তার হয়ে যায় বিসর্জন।
দুধে ভেজাল খাদ্যে ভেজাল চালে ভেজাল
ডাইলে ভেজাল তেলে ভেজাল
ওষুধে ভেজাল, জালিয়াতির উৎসব
ভেজাল জিনিসের আমদানিতে বাজার সয়লাব।
হে মাবুদ তৌফিক দাও অবৈধ পন্থা ছেড়ে
ভেজাল মুক্ত সমাজ গড়তে।
আরও তৌফিক দাও মোদের
কোরআন হাদিসের পথে চলতে ।