প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার জন্য রেকর্ড ১ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের সাহায্য আবেদন করেছে জাতিসংঘ। জাতিসংঘ বলছে, করোনা ভাইরাসের কারণে বছর শেষে প্রায় ২৭ কোটি মানুষ খাদ্য অভাবে ভুগতে পারেন। জাতিসংঘ সাহায্যের এই অর্থ নিম্ন আয়ের দেশের মানুষদের জন্য ব্যয় করবে বলে জানা গেছে।
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে বিশ্বের প্রায় সবগুলো দেশের অর্থনীতি আর পরিস্থিতি পূর্বের অবস্থায় নেই। এর কারণে লাখ লাখ প্রবাসী শ্রমিকরা আগের মতো আর নিজ দেশে অর্থ পাঠাতে পারছেন না। এছাড়া অনেক দেশই করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে।
বিশ্বজুড়ে এ পর্যন্ত ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৬ লাখ মানুষ।