১৬ জুলাই চেম্বার ভবনের হল রুমে দিনাজপুর দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির্’র উদ্যেগে দিনাজপুরের ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের সাথে দ্বিতীয় পর্বের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারনে ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশে অর্থনীতিতেও এর প্রভাব লক্ষনীয়। দেশের অর্থনীতির চাকা সচল করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী গত ৫ এপ্রিল আর্থিক প্রণোদনার প্যাকেজ ঘোষণা করেন।
ঘোষিত এই প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে এবং দিনাজপুর জেলায় করোনা সংক্রমণে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের উক্ত প্রণোদনা প্যাকেজ সম্পর্কে স্পষ্টায়নের জন্য দিনাজপুরের বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের নিয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি সুজাউর রব চৌধুরী’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স
এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী(পাপ্পু), পরিচালক মোঃ জর্জিস আনাম, আজিজুল ইকবাল চৌধুরী, সাবেক সভাপতি
মোঃ মোসাদ্দেক হোসেন, সোনালী ব্যাংক লিঃ প্রিন্সিপাল অফিস, দিনাজপুরের উপ-মহাব্যবস্থাপক সৈয়দ মোঃ তৌহিদুল হক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ দিনাজপুর শাখার ব্যবস্থাপক মোঃ জামিউল ইসলাম, এবি ব্যাংক লিঃ দিনাজপুর শাখার ব্যবস্থাপক সাদাত বিন ফয়সাল, আল আরাফা ইসলামী ব্যাংক লিঃ দিনাজপুর শাখার ব্যবস্থাপক র্মীজা সোলায়মান, শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ দিনাজপুর শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, ব্যাংক এশিয়া লিঃ দিনাজপুর শাখার ব্যবস্থাপক মোঃ আলী আক্কাছ, সোনালী ব্যাংক লিঃ প্রিন্সিপাল অফিস দিনাজপুরের সুশান্ত কুমার চক্রবর্তী প্রমূখ।
মত বিনিময় সভায় উপস্থিত সকল ব্যাংক কর্মকর্তাগণ বলেন, দিনাজপুরে করোনা
সংক্রমণে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের বিষয়ে যে সকল সহযোগিতা প্রয়োজন সেই সেবা গুলো আমরা সঠিকভাবে প্রদান করার জন্য সার্বিক চেষ্টা করবো এবং ব্যবসায়িকদের ব্যবসার কার্যক্রম পুষিয়ে ওঠার জন্য প্রধানমন্ত্রী’র প্রণোদনার প্যাকেজ যেন সঠিক ভাবে পেয়ে থাকে আমরা সেই বিষয় গুলো অতি গুরুত্বের সাথে দেখবো। উল্লেখ্য যে, গত ১৫ জুলাই প্রথম পর্বের মত বিনিময় সভায় ১২ টি ব্যাংক কর্মকর্তা এবং ১৬ জুলাই দ্বিতীয় পর্বের মত বিনিময় সভায় ১২টি ব্যাংক কর্মকর্তাদের সমন্বয়ে সভাটি অনুষ্ঠিত হয়।