মৌলভীবাজারে কৃষি ঋণ কমিটির সভা


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মীর নাহিদ হাসানের সভাপতিত্বে মৌলভীবাজারের জেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভার
শুরুতেই বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক মোঃ আশরাফ-উল-আলম এর উথাপনে জেলা কৃষি ঋণ কমিটির সদস্য, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সদ্য প্রয়াত বেগম হোসনে আরা ওয়াহিদের প্রয়াণে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। উক্ত শোক প্রস্তাব গৃহীতের পরে বর্তমান করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পরে জুলাই মাসের মাধ্যমে প্রতি মাসের নিয়মিত সভা হিশেবে
জেলা কৃষি ঋণ কমিটির এ সভা শুরু হয়। উক্ত সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন- বাংলাদেশ কৃষি ব্যাংক এর আঞ্চলিক কার্যালয়ের প্রধান ডেপুটি জেনারেল। এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার প্রতিনিধি
জয়েন্ট ডিরেক্টর দেবাশীষ তালুকদার, সোনালী ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক প্রধান দ্যুলন কান্তি চক্রবতৃী, রুপালী ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক
প্রধান মোঃ ফজলুল হক, অগ্রণী ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক প্রধান আব্দুল লতিফ, জনতা ব্যাংক আঞ্চলিক প্রধান, প্রাইম ব্যাংক ভাইস
প্রেসিডেন্ট হারানুর রশিদ চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংক ভাইস প্রেসিডেন্ট রেজাউল হাসান চৌঃ, ইসলামী ব্যাংক ভাইস প্রেসিডেন্ট মোঃ জিয়াবুল আলম, ব্র্যাক ব্যাংক লিঃ এরিয়া হেড ও এসএভিপি সাইফুল
আলম, সিটি ব্যাংক ক্লাস্টার হেড ও এসএভিপি আহতামাউদ্দিন মঞ্জুর, ন্যাশনাল ব্যাংক এসএভিপি কামরুল হাসান, বিআরডিবি ডেপুটি ডিরেক্টর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল মুনিম চৌধুরী, প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপক বিমলেন্দু চৌধুরী, যমুনা ব্যাংকের ব্যবস্থাপক শুভাশিষ দাস, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক, ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক শামীম চৌধুরী, ব্যবস্থাপক আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, ব্যবস্থাপক শাহজালাল ইসলামী ব্যাংক, ব্যবস্থাপক এক্সিম ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপক চৌধুরী আহমেদ ফারুক, এবি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ লিয়াকত আলী খান,
সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক কামরুল হাসান, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপক বাহার উদ্দিন, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপক সদরুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক, ওয়ান ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক, ইউনিয়ন ব্যাংকের অপারেশন ম্যানেজার সামিউর রহমান চৌধুরী, জেলা মৎস কর্মকর্তা, মৌলভীবাজার ইয়ুথ এর ডেপুটি ডিরেক্টর প্রমুখ। উল্লেখ্য- দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনী সংক্রান্ত জটিলতায় ভুগে গত ১৪ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় সাবেক এ
সাংসদ মৃত্যুবরণ করেন। সদ্য যোগদানকৃত জেলা প্রশাসকসহ কৃসি ঋণ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এতে গভীর সমবেদনা প্রকাশ করেন। এ জেলার
সার্বিক উন্নয়নে সাবেক এই সাংসদের অবদান এই অঞ্চলের সবাই চিরকৃতজ্ঞতার সাথেই স্মরণ রাখবে বলে মত প্রকাশ করেন। উল্লেখ্য, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশের এই ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ অবদান রাখতে স্বাভাবিকভাবেই জেলা কৃষি ঋণ কমিটির এই মাকি সভা এখন নিয়মিতই অনুষ্ঠিত হবে। সভা চলাকালীন সময়েই মৌলভীবাজার জেলায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মীর নাহিদ হাসানকে ভার্চুয়ালি স্বাগত
বরণ করে নেন ব্যাংক কর্মকর্তাদের সংগঠন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে এই অঞ্চলের সার্বিক কর্মকান্ড ও উন্নয়ন আরো সুচারুরুপেই এগিয়ে যাবেই বলে ব্যাংকারেরা
অভিমত প্রকাশ করেন।