নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলায় ব্র্যাক, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির মাধ্যমে কোভিড-১৯ কালীন সময়ে জনসচেতনতা ও
আইনি সহায়তা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়। লিফলেট বিতরণ, মাইকিং, সামজিক দুরত্ব বজায় রাখা, মাক্স পরিধানের অভ্যাস গড়ে তোলা এবং মোবাইলে মাধ্যমে স্থানীয় সুবিধাভোগীদের ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সচেতন করা হয়। কোভিড পরিস্থিতিতেও এলাকার অসহায় নারী-পুরুষদের কাছ থেকে মোবাইলের মাধ্যমে (আপোসযোগ্য) অভিযোগ গ্রহণ কারা হয় এবং মোবাইলের মাধ্যমে বিকল্প বিরোধ নিস্পত্তি (এডিআর) এর মাধ্যমে মীমাংসা কারা হয়। মোবাইলে অভিযোগ গ্রহণ করা হয়-২০ টি, এডিআর করা হয়-৭ টি, মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনার তথ্য সংগ্রহ ও ভুক্তভোগীদের আইনি পরামর্শ দেওয় হয় ৭টি, একজন ভুক্তভোগী কে দূর্গাপুর থানার মাধ্যমে বাচ্চা উদ্ধার
সহযোগিতা করা হয়। তাছাড়া ৭ জন অসহায় গরিব নারীকে বিকাশের মাধ্যমে জনপ্রতি ১,৫০০/- টাকা এবং কিছু সংখ্যাক গরিব মানুষ কে সাবান ও
হারপিক প্রদান করা হয়। উক্ত কাজগুলো পরিচালনা করেছেন এইচআরএলএস অফিসার কাজল দেবনাথ।