পৌরসভায় বন্যার পানি নিষ্কাশনে বাধা প্রদান ও মেয়রকে মারপিটের ঘটনায় এক যুবক আটক

  গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের বালাপাড়া মহল্লায় বন্যার পানি নিস্কাশনের ব্যবস্থা করতে গেলে একটি পরিবারের বাধা প্রদান এবং মেয়রকে মারপিটের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনায় ওই পরিবারের এক যুবককে আটক করেছে। পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, দীর্ঘদিন থেকে বালাপাড়া মহল্লার ৪০০ পরিবার বর্ষাকালে এবং বন্যার সময় পানিবন্ধি হয়ে পড়ে। ওই এলাকায় সরকারিভাবে ড্রেন নিমার্ণের কাজ চলমান রয়েছে। পানিবন্ধি পরিবারদের বর্তমান দুর্ভোগ লাঘবের জন্য পৌরসভার পক্ষ থেকে পানি নিষ্কাশনের জন্য অস্থায়ী ভাবে  একটি ড্রেন করতে গেলে স্থানীয় নাছির উদ্দিন কুলি বাধা প্রদান করে। এ সময় মেয়র, ওই ওয়ার্ডের কাউন্সিলর সামিউল ইসলামসহ সুধীজন উপস্থিত ছিলেন। এক পর্যায় মেয়র, কাউন্সিলরসহ সুধীজন পাশের একটি চায়ের দোকানে বসে কথাবার্তা বলছিল। এরই মধ্যে নাছির উদ্দিন তার ছেলে আমিনুল ইসলাম এবং আনিছুর রহমান মেয়রের উপর অর্তকিত হামলা চালিয়ে মারপিট করে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। স্থানীয়রা মেয়রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আমিনুল ইসলামকে আটক করে। মেয়র আব্দুল্লাহ আল মামুন জানান, পানি নিস্কাশনের ড্রেনটি নাছির উদ্দিনের একটি টিনসেড ঘরের পাশ দিয়ে দেয়ার পরিকল্পনা করা হয়। সে কারণে বাধা প্রদান করে। সকলে মিলে বিষয়টি নিরসনের চেষ্টা করছিলাম। এরই মধ্যে তার ছেলে আমিনুল এবং আনিছুর কোন কারণ ছাড়াই আমাকে মারপিট করে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, মেয়রকে মারপিটের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।