দোয়েল পাখির বিপ্লবী গান

এনামুল হক টগর
প্রিয়তম নওরিন মিশোরী সায়াহৃা তোমার কি মনে পড়ে?
ইছামতি নদীর তীরে যে ঝাউগাছটির কাছে দাঁড়িয়ে সংস্কারের সুরে সুরে,
আমরা দুজন দীর্ঘক্ষণ শ্রমজীবী সাম্য চেতনায় দীপ্ত জীবনের স্বপ্ন দেখতাম-
আগামী দিনের পরিবর্তন আর সভ্যতার নতুন এক বাস্তবতার ক্ষুধামুক্ত সমাজ কর্ম।
তা আজ অনেকটাই ব্যর্থ মলিন ও ব্য upথায় ক্লান্ত বিভোর সেদিনের সেই পুরাতন ঝাউগাছটিও আজ অতীত বহুদূর!
নদীর ওপারে যে শিমুল গাছটি ছিল তাও হারিয়ে গেছে অনেক দিন আগে অসহায়!
কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সেই স্মৃতিময় সবুজ মাঠে বৃক্ষের মহিরুহ ধারায়-
একটি নতুন চারাগাছ বেড়ে উঠছে প্রেম ও ভালোবাসার স্নেহে মধুময়।
যার শাখায় বসে অসংখ্য দোয়েল পাখি নতুন সূর্য উঠার আগে দৃঢ় দীপ্ত কন্ঠে,
জীবনের গান শুনায় সংগ্রাম আন্দোলন ও বিপ্লবে নিষ্ঠা
সেই চেতনার সুরে সুরে ও আস্তে আস্তে আঁধার ভেঙে নতুন আলো আসে পৃথিবীতে!
রৌদ্রময় দিনের জীবনমুখি সকাল শুরু হয় বাস্তব কর্ম চেতনাতে-
শিশু কিশোরদের কোলাহল আর লেখাপড়ায় স্কুলটি ক্রমেই আলোকিত হতে থাকে জ্ঞানে,
সোনালী সূর্যের পরশে স্কুলের পাশের ছোট বন
আর চারাগাছ থাকে পাখিরগুলো উড়ে যায় দূরে শস্য খাদ্যের আহরণে-
বৈচিত্র্যময় পালকে পাখা মেলে ওই দিগন্ত ফসলের মাঠে মাঠে আহবানে-
সারা দিন কর্ম শেষে মলিন গোধূলির আকাশ বেয়ে
ওরা আবার ফিরে আসে সংসার বাসনা ও শান্তি নীড়ে পরিচয়।
ক্রমেই পশ্চিম আকাশে লাল রঙের ক্ষীণ আভা আসে
এক সময় সূর্যের শেষ আলোটুকু নিভে যায় আঁধারের বুকে ক্লান্ত মিশে,
দোয়েল পাখিগুলো পুনরায় ঘুমিয়ে পড়ে পাশের বন ও স্কুল মাঠ চারাগাছটির বুকে।
জীবন স্বপ্নের রাত আসে বিদগ্ধ ভালোবাসার প্রেমময় আদবে,
পাখিগুলো নতুন চেতনার স্বপ্ন দেখে শান্তির আসন্ন মুক্তির ডাক,
ছায়াময় ও প্রশন্নময় সবুজ চারাগাছের নির্জন বুকে।
কিন্ত পুনরায় দূর থেকে স্তম্ভিত রাতের আঁধার ভেসে আসে বিরহ বিচ্ছেদ অবাক,
অবিরত জীবনের নিঃশব্দ কান্নায় অনাহারীদের করুণ আর্তনাদ ভেসে আসে বিফল,
আকাশে উজ্জ্বল তারকাগুলো যন্ত্রণার আলোতে খেলা করে বিচিত্র কৌশল!
শেষ রাতে দোয়েল পাখিগুলোর ঘুম ও স্বপ্ন ভেঙে যায় জীবনের ব্যর্থ স্পন্দন।
বহুদিন পর আমরা দুজন আবার সেই ঝাউগাছটির কাছাকাছি খোঁজি পরিচয় বরণ!
কখনো প্রকাশ্যে খুঁজি ফিরি স্মৃতিতে স্মৃতিতে বাস্তব দীর্ঘ জীবন।
যেখানে দাঁড়িয়ে আমরা দুজন পরিবর্তনের গান গাইতাম জীবন অধিকার।
আর অনাগত সভ্যতার বিপ্লবী বার্তা পাঠাতাম আর্দশ মানবতার,
দেশ সমাজ আর পৃথিবীর পথে পথে বন্টন মহাসাম্যের। ।।
১৩/০৭/২০২০