বীরগঞ্জে গত ১৩ জুলাই নর্ত্ত নদীতে গোসল করতে গিয়ে নরেন্দ্র ঘোষের ছেলে নরেশ ঘোষ (৫৫) নিখোঁজ হয়েছে।
উপজেলার সাতোর ইউনিয়নের ২৫ মাইল ঘোষপাড়া গ্রামের নরেশ ঘোষ একই এলাকারনর্ত্ত নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। গোসলের এক পর্যায়ে প্রচন্ড
স্রোতে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা
চালিয়ে ব্যর্থ হয়। উপজেলা ফায়ার ষ্টেশনকে সংবাদ দেওয়া হয় সংবাদ পেয়ে ফায়ারষ্টেশনের উদ্ধারকারী দলের সদস্যর অংশ গ্রহণ করে।
বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের সগকারী পরিচালক মসলেম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেজানান, ফায়ার ষ্টেশনের সদস্যরা নিখোঁজ নরেশ ঘোষকে উদ্ধারের চেষ্টা করে উদ্ধারকরা সম্ভব হয়নি। পরে রংপুর ডুবুরী উদ্ধারকারী দল সন্ধ্যা ৬টার ডুবুরী দল এসে উদ্ধারের অভিযান চালান। প্রচন্ড স্রোতে কারণে রাত সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধারের চেষ্টা করেও নরেশ ঘোষের লাশ পাওয়া যায়নি।
সাতোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শেখ বিষয়টি নিশ্চিত কওে জানান, রবিবার বিকেল বাড়ীর পাশে নর্ত্ত নদীতে গোসল করতে নামে ২৫মাইল গোয়ালপাড়া গ্রামের মৃত নরেন্দ্র ঘোষের ছেলে নরেশ ঘোষ নিখোঁজ হয়। এ সংবাদ লেখা পর্যন্ত নরেশ ঘোষকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি।