নাটোরে গ্যাস সংযোগ ও জেলা প্রশাসনে প্রশ্নবিদ্ধ নিয়োগের পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি
নাটোর জেলায় গ্যাস সংযোগের দাবি ও জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ প্রক্রিয়ার পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক শিশির মাহমুদ, সদস্য সচিব সামিউল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ ওবায়দুল্লাহ মীমসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারে আমলে নাটোর শহরের মাত্র ১৪ কিলোমিটার দূরে বাগাতিপাড়ার উপর দিয়ে গ্যাসের পাইপলাইন যায়। কিন্তু নাটোরে গ্যাস সংযোগ দেওয়া হয়নি। এখানে অনেক শিল্পকারখানা আছে। কিন্তু গ্যাসের অভাবে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাই জেরা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে দ্রুত গ্যাস সংযোগ দেবার দাবী জানান। সেই সাথে বিগত বছরগুলোতে জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে যে প্রশ্নবিদ্ধ নিয়োগ দেয়া হয়েছে, সেগুলোর তদন্তের দাবী জানান তারা।