শুক্রবারে সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত আছে কি?

শুক্রবারে সুরা কাহাফ তিলাওয়াতের কোনো বিশেষ ফজিলত আছে কি?

উত্তর : নবী (সা.) এরশাদ করেছেন, যে ব্যক্তি দিনে অথবা রাতে সুরা কাহাফ পরিপূর্ণ তিলাওয়াত করবে, আল্লাহ তার জন্য আগামী শুক্রবার পর্যন্ত আলোকিত করে দেবেন। এর মাধ্যমে তিনি হেদায়ত লাভ করতে পারবেন, আলোকিত জীবন যাপন করতে পারবেন, কোনো প্রকার বিচ্যুতি ঘটবে না। সুতরাং, এটি অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। তিনি খারাপ, অন্যায় কাজ থেকে বিরত থাকবেন। কোনো ধরনের ফেতনা তাকে আক্রান্ত করবে না। এর প্রথম ১০টি আয়াতের ফজিলতের ব্যাপারে রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম ১০টি আয়াত নিয়মিত তিলাওয়াত করবে, সে দাজ্জালের ভয়ানক ফেতনা থেকে নিরাপত্তা লাভ করতে পারবে। সুতরাং, জুমার রাতে বা দিনে সুরা কাহাফ তিলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ।